ড্রাই ফুডের শক্ত দানাগুলো চিবানোর সময় বিড়ালের দাঁতের প্লাক (Plaque) পরিষ্কার করতে সাহায্য করে।
সুষম পুষ্টি নিশ্চিত করে
সাধারণত একেক ব্র্যান্ড বা একেক ধরণের খাবারে পুষ্টির উপাদান একেক রকম থাকে। ড্রাই ফুড এবং ওয়েট (Wet) ফুড মিক্স করে খাওয়ালে বিড়াল প্রোটিন, ফ্যাট এবং প্রয়োজনীয় মিনারেলসের একটি সুষম মিশ্রণ পায়।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
শুধুমাত্র ড্রাই ফুড খাওয়ালে অনেক সময় বিড়ালের ওজন বেড়ে যায় (Obesity)। ওয়েট ফুডের সাথে মিক্স করে খাওয়ালে বিড়ালের পেট দ্রুত ভরে এবং ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে।